প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। আর প্রতিটি ব্যর্থ পুরুষের পেছনে থাকে অন্তত দুজন নারী।
বাড়ির খুব কাছে একটা পার্ক। সেখানে পার্কের পাশে প্যারাম্বলেটর; গাড়িগুলো দাঁড় করিয়ে আয়ারা বাড়ি ফেরার মুখে নিজেদের মধ্যে জটলা করছে। গল্পগুজব করছে। হঠাত্ এক স্ত্রী একটা প্যারাম্বুলেটরের পাশে দাঁড়িয়ে স্বামীকে বললেন, ‘এই তো এটা আমাদের বাচ্চা।’
স্ত্রীর কথা শুনে স্বামী অবাক হয়ে বললেন, ‘কী করে বুঝলে?’
নির্বিকারভাবে স্ত্রী জবাব দিলেন, ‘আয়াটাকে দেখে চিনতে পারলাম।’